রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবে দেশি-বিদেশি বিভিন্ন ক্যাটাগরির ৩৩৬টি স্টল। এরইমধ্যে আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্বরোড থেকে থাকবে বাসের ব্যবস্থা।
রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভেন্যু প্রস্তুত, মেট্রোরেলের আদলে সাজানো হয়েছে এবারের মেলার প্রবেশদ্বার। গত বছর করোনার কারণে ছোট পরিসরে ছিলো আয়োজন। তবে, এ বছর বদলেছে চিত্র। থাকবে বিভিন্ন ক্যাটাগরির ৩৩৬টি স্টল। দেশিয় প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছে সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারত, পাকিস্তানসহ ১০টি দেশের অন্তত ১৭টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধায় সংস্কার করা হয়েছে রাস্তাঘাট। খুলে দেয়া হয়েছে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড।
বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর উপলক্ষে আমরা সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করেছি। প্রায় সমস্ত স্টলের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করবেন।
দর্শনার্থীদের জন্য থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। মেলার পুরো সময়জুড়ে মেলাপ্রাঙ্গন ও আশেপাশে মোতায়েন থাকবেন পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পাশাপাশি মেলার ভেতরে-বাইরে বসানো হয়েছে ২৭০টি সিসি ক্যামেরা।
বাণিজ্যমেলার নিরাপত্তা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বললেন, মেলার আশেপাশে আট শতাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকবেন। সেই সাথে সাদা পোষাকের পুলিশ ও আমাদের গোয়েন্দা বিভাগের লোকজনও কাজ করবেন।
বেচাকেনার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও। তাদের প্রত্যাশা- এবার বাড়বে দর্শনার্থীদের ভিড়, জমবে বাণিজ্যমেলা। বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের জন্য বিআরটিসির শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন কুড়িল বিশ্বরোড থেকে চলবে কমপক্ষে ৫০টি বাস। এছাড়া ছুটির দিনে তা আরও বাড়ানো হবে বলেও জানা গেছে।
/এসএইচ
Leave a reply