রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ ৩ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান রাজাবাড়ি আটিপাড়ায়, ড্রিম প্যালেস নামে একটি বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ডালিয়া আক্তার, তার মা আলেয়া বেগম ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু।
জানা গেছে, দুপুরে ঘুরতে বেরিয়ে ছিলেন পরিবারের সবাই। সন্ধ্যায় ঘরে ফিরে চা বানানোর জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। এতে আগুন ধরে যায় ৩ জনের শরীরে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের সব থাই গ্লাসের দরজা-জানালা ভেঙে যায়। পরিবারের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকেই ঘটেছে এমন দুর্ঘটনা।
এসজেড/
Leave a reply