
ছবি: সংগৃহীত । বাঁ দিক থেকে মৃণাল সেন ও চঞ্চল চৌধুরী
কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক “পদাতিকে” প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরিচালনায় থাকবেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার (৩০ ডিসেম্বর) মৃণাল সেনের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের এ খবর জানালেন সৃজিত নিজেই। সেখানে এই পরিচালক মৃণাল সেনের সম্মানে লেখেন, আজকের এই দিনে আপনি এই সাজানো পৃথিবী ছেড়ে গিয়েছেন।
আগামী বছরের জানুয়ারি থেকে সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২০ সালে সৃজিত মৃণাল সেনের ওপর একটি ওয়েব সিরিজ নির্মাণের আগ্রহ প্রকাশ করেছিলেন।
মৃণাল সেন ভারতীয় চলচ্চিত্রে নান্দনিকতার নতুন মাত্রা যোগ করেছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার সাথে দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী গুণী চলচ্চিত্রকার।
এটিএম/



Leave a reply