Site icon Jamuna Television

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি করা যাবে না: ডিএমপি কমিশনার

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

থার্টিফার্স্ট নাইটে ডিজে পার্টির আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ছাড়াও, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে। সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। এছাড়া, রাত ৮টার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, এ সময় হাতিরঝিল এলাকায়ও গাড়ি ঢুকতে দেয়া হবে না। থার্টিফার্স্ট নাইটে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। শনিবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। নিরাপত্তার স্বার্থে পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version