Site icon Jamuna Television

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত নিউইয়র্কের টাইমস স্কয়ার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে চলছে বর্ষবরণের সবশেষ প্রস্তুতি। শুক্রবার (৩০ ডিসেম্বর) জনপ্রিয় ক্রিস্টাল বল নিয়ে চলে কাউন্টডাউন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। নববর্ষের উদযাপন আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। খবর নিউইয়র্ক টাইমসের।

নতুন বছর আগমনের প্রথম প্রহর উদযাপনে টাইমস স্কয়ারে হাজির হন ১৫ থেকে ২০ হাজার মানুষ। তাদের উপস্থিতিতেই হয় উল্টো ক্ষণ গণনা। তারপর ঐতিহ্য মেনে ১৩০ ফুট উঁচু পোলে তোলা হয় ক্রিস্টাল বল। দু’হাজারের বেশি ক্রিস্টাল ত্রিকোণে প্রতিবছর আনা হয় নতুনত্ব।

এবারের থিম, গিফট অব লাভ। মূলত, করোনা মহামারি পরবর্তী বিশ্বকে ভালোবাসা পৌঁছে দিতেই সাজানো হয়েছে এবারের আয়োজন।

এটিএম/

Exit mobile version