Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধাদের দেখলে চেয়ার ছেড়ে দাঁড়াতে হবে; সরকারি কর্মকর্তাদের প্রতি মায়া

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম (ফাইল ছবি)।

সরকারি অফিসে গেলে অপমানের শিকার হতে হয় মুক্তিযোদ্ধাদের, অফিসারদের স্যার বলে ডাকতে হয়। কোনো সমস্যা নিয়ে কথা বলতে গেলে দাঁড় করিয়ে রাখা হয়- এমন অভিযোগ করে সরকারি কর্মকর্তাদের এক হাত নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, মুক্তিযোদ্ধারা এ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। তাদের জন্যই এদেশের অফিসার হতে পেরেছেন আপনারা। সুতরাং, তাদের সম্মান করবেন। খেয়াল করবেন যেনো কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অসম্মান না হয়।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আর তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বলার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অপমান করছে। এ সময়, ইতিহাস বিকৃত না করতে বিএনপির প্রতি পরামর্শ দেন তিনি।

/এসএইচ

Exit mobile version