Site icon Jamuna Television

রিয়ালে যাবেন না এমবাপ্পে: ‘আমি পিএসজিতেই থাকছি’

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার শূন্যস্থানে কিলিয়ান এমবাপ্পেকে বসাতে চেয়েছিল লস ব্লাঙ্কোজরা। তবে তাদের আশা পূরণ হচ্ছে না। নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনেই (পিএসজি) থাকার ঘোষণা দিয়েছেন হালের ক্রেজ।

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। দলটির বিশ্বজয়ের পেছনে এমবাপ্পের রয়েছে অসামান্য অবদান। নিজে চারটি করার পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন সমানসংখ্যক গোল।

রাশিয়ায় চোখধাঁধানো পারফরমের মাঝপথ থেকে এমবাপ্পের ওপর পাখির চোখ করে ছিল রিয়াল। তাকে পেতে দেনদরবারও শুরু করেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে তাতে নাকি আশাহত হতে হয়েছে তাদের। ফিরে আসতে হয়েছে খালি হাতে।

বিশ্বকাপের পর এমবাপ্পের পিএসজিতে থাকার ঘোষণায় স্বপ্নভঙ্গ হলো রিয়ালের, আমি পিএসজিতেই থাকছি। দ্য পারিসিয়ানদের সঙ্গেই পথ চলতে চাই। যেখানে প্রকৃত অর্থে আমার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছে।

পিএসজিতে ২০১৭-১৮ মৌসুমটা দারুণ কাটিয়েছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২১ গোল। তবে বিশ্বকাপে সবাইকে ছাড়িয়ে গেছেন।

Exit mobile version