Site icon Jamuna Television

চীনের করোনা পরিস্থিতির পূর্ণাঙ্গ তথ্য চাইলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

সম্প্রতি চীনে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে চলমান পরিস্থিতি সংশ্লিষ্ট তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিবিসি’র।

বিগত কিছু সপ্তাহে দেশটির রাজধানী বেইজিং এ ‘জিরো কোভিড টলারেন্স’ নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং নিয়মিত পিসিআর টেস্ট বন্ধ করার পর সংক্রামণের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, স্পেইন, ভারত, ইতালি ও জাপানসহ অনেক দেশ চীন থেকে আসা যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

সারা বিশ্বে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনে হাসপাতালে ভর্তি, নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি এবং মৃত্যুর হার বিষয়ক তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চীনা কর্মকর্তাদের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিদিন প্রায় ৫,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। কিন্তু দেশটির বর্তমান পরিস্থিতির বিবেচনায় এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

/এনএএস

Exit mobile version