Site icon Jamuna Television

জীবন শঙ্কায় আরব আমিরাতের প্রিন্স আশ্রয় নিলেন কাতারে!

সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সাথে বিবাদে জড়িয়ে এখন জীবন নিয়ে শঙ্কায় আছেন দেশটিরই এক রাজকুমার। শেষমেশ প্রতিবেশি কাতারে আশ্রয় নিয়েছেন তিনি। দ্য নিউইয়ার্ক টাইমসে এক রিপোর্টে এ খবর জানানো হয়েছে।

আমির ফুজায়রার দ্বিতীয় সন্তান ৩১ বছর বয়সী শেখ রশীদ বিন হামাদ আল-শারকি হলেন সংযুক্ত আরব আমিরাতের সাতজন শাসকের মধ্যে একজন। তিনি গত ১৬ মে দোহায় পৌঁছান।

নিউইয়ার্ক টাইমস জানায়, শেখ রশীদ ব্ল্যাকমেইল ও মানি লন্ডারিংয়ের অভিযোগ করেন আমিরাতের শাসকদের বিরুদ্ধে। এরপরই তার উপর ক্ষেপে যায় দেশটির সরকার। সরকারের দাবি, রশীদ তার অভিযোগের পক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ তুলে ধরতে পারেননি।

ইসলামপন্থী বিভিন্ন গ্রুপকে সহায়তা ও ইরানের সাথে ঘনিষ্ঠ মিত্রতার কারণে ২০১৭ সালের জুনে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, কাতারের সাথে সকল যোগাযোগ ছিন্ন করে।

Exit mobile version