Site icon Jamuna Television

তিনটির পর আরও একটি মিসাইল নিক্ষেপ উত্তর কোরিয়ার

পরপর তিনটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের ২৪ ঘণ্টা পার হতে না হতেই আরও একটি সল্পপাল্লার মিসাইল নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। রোববার (১ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছেন, রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসোং এলাকা থেকে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর তা প্রায় ৪০০ কিলোমিটার দূরে গিয়ে পতিত হয়।

জয়েন্ট চিফস অব স্টাফ আরও জানান, দক্ষিণ কোরিয়ার এমন সিরিজ মিসাইল পরীক্ষার তীব্র নিন্দা জানাচ্ছেন তারা। এছাড়া এমন উস্কানিমূলক পরীক্ষা না চালানোর ব্যাপারেও আহ্বান জানান তিনি।

২০২২ সালে ৭০টির মতো মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। একদিনেই ছোড়া হয়েছিল রেকর্ড ২৩টি ক্ষেপণাস্ত্র। ধারণা করা হয়, এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছিল। যা, জাপান উপকূলে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

এটিএম/

Exit mobile version