Site icon Jamuna Television

রাজবাড়ী‌তে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মা, পলাতক ছেলে

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী সদর উপ‌জেলার মিজানপুর থে‌কে ১ হাজার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বি‌ক্রির নগদ ২৫ হাজার টাকাসহ মোছা. মনিরা বেগম (৫০) না‌মের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার মা’কে রেখে কৌশলে পালিয়ে যায় ছেলে মুন্না।

শ‌নিবার (৩১ ডিসেম্বর) রাত পৌ‌নে ১১টার দি‌কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজবাড়ী কার্যালয় এ তথ্য জানায়। গ্রেফতারকৃত ম‌নিরা মিজানপুরের ধু‌ঞ্চি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

জানা‌ গে‌ছে, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজবাড়ী কার্যালয়ের এক‌টি টিম শ‌নিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিজানপুরের ধু‌ঞ্চি এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে মোছা. মনিরা বেগম না‌মের এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার তিন’শ পিস ইয়াবা ও মাদক বি‌ক্রির নগদ ২৫ হাজার টাকাসহ গ্রেফতার করে। এ সময় মুন্না (২৩) না‌মের আরেক আসামি কৌশলে পা‌লি‌য়ে যায়। তারা পরস্পর সম্প‌র্কে মা-ছে‌লে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজবাড়ী কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

এটিএম/

Exit mobile version