Site icon Jamuna Television

রাশিয়া শয়তানের অনুসারী: জেলেনস্কি

বছরের প্রথমদিনও ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ২০ দফা মিসাইল ছুড়েছে রাশিয়া। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছে আরও ২০ জন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট বলেছেন, একমাত্র শয়তানের অনুসারীরাই চালাতে পারে এমন বর্বরতা। খবর রয়টার্সের।

বিমান হামলার আগে বেজে ওঠে সাইরেন। হামলা থেকে বাঁচতে শহরবাসী বাংকার-শেল্টারে আশ্রয় নেয়। কয়েকদফা বিস্ফোরণে গুড়িয়ে গেছে একটি হোটেল। তাছাড়া আবাসিক এলাকায় মিসাইল আঘাত হানায়, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও স্থাপনা।

অবশ্য ইউক্রেনীয় সেনাবহরের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে বেশকিছু মিসাইলের আঘাত। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি দাবি, নতুন বছরে আরও মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই রুশবহরের এই নাশকতা। অভিযোগ করে বলেন, দখলদাররা আমাদের সব আনন্দ কেড়ে নিতে চায়।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্রকে কোনোভাবেই ক্ষমা করবে না ইউক্রেন। তারা ইস্টার-ক্রিসমাস এমনকি বর্ষবরণের সময়ও হামলা চালিয়েছে। অথচ তারা নিজেদের অর্থোডক্স খ্রিস্টান হিসেবে দাবি করে। আমি বলবো, তারা শয়তানের অনুসারী।

এটিএম/

Exit mobile version