Site icon Jamuna Television

২০২২ সাল ছিল কঠিন, বিদায়ী বছরের ভাষণে পুতিনের স্বীকারোক্তি

২০২২ সাল কঠিন ছিলো। শনিবার (৩১ ডিসেম্বর) বিদায়ী বছরের ভাষণে এ কথা স্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্যই সামরিক অভিযানের মতো জরুরি পদক্ষেপ নিতে হয়েছে। খবর এপির।

সামরিক অভিযানকে নেতৃত্ব দেয়া সেনাসদস্যদের সাথে বৈঠকের পর, এ মন্তব্য করেন ক্রেমলিন প্রধান। বলেন, অঞ্চলটিতে উত্থান ঘটেছে নব্য-নাৎসিবাদের। সেটির মূলোৎপাটনে চালানো হচ্ছে সামরিক অভিযান। তাতে সাফল্যেও মিলেছে।

ভাষণে পুতিন আরও বলেন, পশ্চিমারা রাশিয়ার মধ্যে বিভেদ ঘটানোর জন্যেই ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। রুশ ভাষাভাষীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তিনি আরও অভিযোগ তোলেন, পশ্চিমারা শুধু মুখেই শান্তির বার্তা দেয়। উল্টোদিকে যুদ্ধ দীর্ঘস্থায়ী করার জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিচ্ছে। রাশিয়ার ওপর আরোপ করছে নিষেধাজ্ঞা।

এটিএম/

Exit mobile version