Site icon Jamuna Television

পারমাণবিক অস্ত্র বাড়ানোর তাগিদ কিম জং উনের

পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এছাড়া পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (১ জানুয়ারি) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জরুরি বৈঠকে এ নির্দেশনা দেন কিম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-কেসিএনএ জানায়, এসময় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু মোকাবেলায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতেই এ পদক্ষেপ নিচ্ছে উত্তর কোরিয়া। এছাড়া প্রথমবারের মতো মিলিটারি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনাও করছে পিয়ংইয়ং।

এদিকে বছরের প্রথম দিনই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া।

এটিএম/

Exit mobile version