Site icon Jamuna Television

ভারতে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি ওয়ান পয়েন্ট ফাইভ’ শনাক্ত

ভারতে শনাক্ত হলো করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি ওয়ান পয়েন্ট ফাইভ’। শনিবার (৩১ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য। খবর রয়টার্সের।

তবে কোন রাজ্যে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত হয়েছে সেটি জানানো হয়নি। এমনকি বাইরে থাকা আসা কোনো ব্যক্তির শরীরে এ সাব ভ্যারিয়েন্ট মিলেছে কিনা তাও গোপন রাখা হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি উপধরন ভেঙে তৈরি হয়েছে ‘এক্স বি বি ওয়ান পয়েন্ট ফাইভ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরইমধ্যে এটির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ব্যাপক সংক্রামক এই ধরনটি। বলা হয়, ওমিক্রনের সবগুলো উপধরনের মধ্যেই এটিই সবচেয়ে দ্রুতগতিতে বিস্তার ঘটায়।

এটিএম/

Exit mobile version