Site icon Jamuna Television

লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী, বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম, বিপুল হোসেন (২২)। সে পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে ৮-১০ জনের একদল বাংলাদেশি গরু পারাপারকারী বুড়িমারী সীমান্তের ৮৪৩ নং মূল পিলার দিয়ে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের ৯৮ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও বিপুল গুলিবিদ্ধ হয়। পরে সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version