Site icon Jamuna Television

শীর্ষ স্থান ফিরে পাওয়ার লড়াইয়ে পয়েন্ট খোয়ালো বার্সেলোনা

ছবি: সংগৃহীত

লা লিগায় পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনা ডার্বিতে জাভির দলকে ১-১ গোলে রুখে দিয়েছে এসপানিওল।

শীর্ষ স্থান ফিরে পাওয়ার লড়াইয়ে বার্সেলোনা ডার্বিতে ক্যাম্প-ন্যুতে এসপানিওলকে আতিথ্য দেয় বার্সা। ম্যাচের ৭ মিনিটে মার্কো আলোনসোর গোলে লিড নেয় কাতালান ক্লাবটি। এরপর গোলের একাধিক সুযোগ মিস করে বার্সেলোনা।

তবে সুযোগ কাজে লাগায় এসপানিওল। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে সমতা আদায় করে দলটি। পুরো ম্যাচেই হলুদ কার্ডের ছাড়াছড়ি থাকলেও শেষে দিকে ডার্বি পরিণত হয় রণক্ষেত্রে। লাল কার্ড দেখেন বার্সার জর্ডি আলবা ও এসপানিওলের কস্তা।

এছাড়াও পুরো ম্যাচে ১৩টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। এই ড্রতে রিয়ালের সমান ৩৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষ স্থান ফিরে পেয়েছে বার্সেলোনা।

/এনএএস

Exit mobile version