Site icon Jamuna Television

ব্রাইটনকে ৪-২ গোলে হারালো শীর্ষ দল আর্সেনাল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছে আর্সেনালের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়োনকে ৪-২ গোলে হারিয়ে দুই নম্বরে থাকা সিটির চেয়ে ৭ পয়েন্টের লিড নিয়েছে গানাররা। আরেক ম্যাচে পেপ গার্দিওলার ম্যানসিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে এভারটন।

ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের লিড নিতে সময় লাগে মাত্র ২ মিনিট। সাকার গোলে লিড নেয় গানাররা। অধিনায়ক মার্টিন ওডেগাডের অনবদ্য ফর্ম অব্যাহত ছিল এই ম্যাচেও। ৩৯ মিনিটে এই নরওয়েজিয়ানের গোলে ব্যবধান দ্বিগুন করে আর্সেনাল। ৪৭ মিনিটে এনকেতিয়ার কল্যাণে তৃতীয় গোল পায় গানাররা। ৬৫ মিনিটে এক গোল শোধ দেয় ব্রাইটনের কাওরু মিতোমা। ৭১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্টিনেলি চতুর্থ গোল করেন আর্সেনালের হয়ে। ৭৭ মিনিটে ব্রাইটনের ইভান ফার্গুগন আরও এক গোল শোধ দিলেও ৪-২ গোলের জয়ে ৭ পয়েন্টের লিড নিয়ে শীর্ষ স্থান আরও সুসংহত করে আর্তেতার দল।

এর আগে টেবিলের দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি আতিথ্য দেয় এভারটনকে। ইতিহাদ স্টেডিয়ামে রিয়াদ মাহারেজের দুর্দান্ত বিল্ডআপ কাজে লাগিয়ে ২৪ মিনিটে সিটিজেনদের নিখুঁত ফিনিসিংয়ে এগিয়ে দেন গোল মেশিন হ্যালান্ড। ম্যাচে আক্রমণের সংখ্যায় পিছিয়ে থাকলেও ৬১ মিনিটে উইঙ্গার ডেমারাই গ্রে-এর দারুন গোলে ড্র আদায় করে নেয় ল্যাম্পার্ডের এভারটন।

/এনএএস

Exit mobile version