Site icon Jamuna Television

শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্টকে স্মরণ করছেন বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত পোপ ষোড়শ বেনেডিক্টকে স্মরণ করছেন বিশ্বনেতা এবং খ্রিস্টান ধর্মানুসারীরা। শনিবার (৩১ ডিসেম্বর) ৯৫ বছর বয়সে মৃত্যু হয় এই ধর্মগুরুর।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বার্তা দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। তাদের বক্তব্য, আজীবন সুনামের সাথে প্রচার করেছেন খ্রিস্টান ধর্মের বার্তা।

চার্চের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন সাবেক পোপ। শনিবার সন্ধ্যায়, ভ্যাটিকানে ছিল বিশেষ প্রার্থনা। সেখানে, ষোড়শ বেনেডিক্টের মহানুভবতা তুলে ধরেন বর্তমান পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, বরাবরই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন তিনি। জীবনের শেষ সময়টুকু আত্মশুদ্ধি এবং প্রার্থনায় কাটিয়ে দিয়েছেন। ভ্যাটিকানের ৬০০ বছরের ইতিহাসে তিনিই একমাত্র পোপ; যিনি জীবদ্দশায় পোপের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

২০১৩ সালে নেয়া ষোড়শ বেনেডিক্টের সেই সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে।

/এনএএস

Exit mobile version