
কোভিড প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নতুন ধাপে প্রবেশ করেছে চীন। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিক্ষোভের জেরে করোনা বিধিনিষেধ তুলে দেয়ার পর প্রথমবারের মতো এই ইস্যুতে কথা বললেন শি। খবর আল জাজিরার।
শনিবার (৩১ ডিসেম্বর) নতুন বছর উপলক্ষে দেয়া ভাষণে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা ভাইরাস সংক্রমণের নতুন ওয়েভ মোকাবেলায় দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শি বলেন, অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে নজিরবিহীন সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করেছে চীন। এটা কারও জন্যই সহজ যাত্রা ছিল না। এখন আমরা একটি নতুন ধাপে প্রবেশ করেছি। ধৈর্য্য ও ঐক্যের মাধ্যমে আবারও বিজয়ী হবো আমরা।
এদিকে, চীন থেকে ছড়ানো নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দূর করতে বেইজিংকে প্রকৃত তথ্য সরবরাহের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিন বছর ধরে ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করা চীন ব্যাপক বিক্ষোভের জেরে হঠাৎ সরে যায় হার্ডলাইন থেকে। একের পর এক কড়াকড়ি শিথিল হয় দেশটিতে। এরপরই দ্রুত ছড়াতে শুরু করে করোনার নতুন ভ্যারিয়েন্ট। যা বিশ্বজুড়েও উদ্বেগের জন্ম দিয়েছে। এরপরই একের পর এক দেশ থেকে চীনের ওপর আসতে শুরু করেছে ভ্রমণ নিষেধাজ্ঞা।
এসজেড/



Leave a reply