Site icon Jamuna Television

৫৪ বছর পর হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত

ছবি: সংগৃহীত

স্কুলে পড়ার সময় হারিয়ে যাওয়া মানিব্যাগ ৫৪ বছর পর ফেরত পেয়েছেন মার্কিন এক নারী। ঘটানাটি যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটেছে। খবর নিউ ইয়র্ক পোস্ট’র।

ওই নারীর নাম শ্যারন ডে। ১৯৬৮ সালে আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিল হাইস্কুলে একটি নাচের অনুষ্ঠানে মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। এরপর বহু খুঁজেছেন মানিব্যাগটি। তবে ফিরে পাননি। একপর্যায়ে সেটি পাওয়ার আশা ছেড়ে দেন।

২০১৯ সালে ফায়েটভিল হাইস্কুলটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। স্কুলটিকে সংস্কার করে আবাসিক ভবন তৈরির কাজ চলছিল। এ সময় ভবনের একটি পুরোনো পাইপের ভেতর একটি মানিব্যাগ পান শ্রমিকেরা।

স্কুলভবনটি সংস্কারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের মালিক ব্রাডলি স্কট বলেন, মানিব্যাগটির ভেতরে কয়েকটি ছবি ছিল। ছবিগুলোর কয়েকটিতে নাম লেখা ছিল। এ ছাড়া পরিচয় শনাক্ত করা যায়, এমন একটি কার্ডও পাওয়া যায়। এগুলো দেখে মনে হলো, আমি তো এই মানুষটাকে খুঁজে বের করতে পারি। এরপর ছবি ও কার্ডে লেখা নামগুলো দিয়ে ফেসবুকে শেয়ার করে খোঁজাখুঁজি করার এক সপ্তাহ পর সন্ধান পাওয়া যায় শ্যারন ডের।

মানিব্যাগ ফেরত পেয়ে শ্যারন বলেন, এমনটা হবে, তা আমি কখনোই ভাবিনি। ফিরে পাওয়া মানিব্যাগে থাকা জিনিসগুলো আলাদা একটি অ্যালবামে সাজিয়ে রাখবো।

/এনএএস

Exit mobile version