Site icon Jamuna Television

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ

ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে সাড়ে ১৩ লাখের অধিক আবেদনের প্রেক্ষিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। এ সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) পাওয়া যাবে।

জানা গেছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারির মধ্যে ৩২৮ টাকা ফি জমা দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নিশ্চিত না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং পুনরায় তাকে ফিসহ আবেদন করতে হবে।

আগামী ৯ ও ১০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একইদিন দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। পরে আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, গতবারের মতো এবারও এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এএআর/

Exit mobile version