Site icon Jamuna Television

বেসরকারি খাতে জ্বালানি সরবরাহের বিষয় এ মাসেই উন্মুক্ত হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

চলতি মাসেই বেসরকারি খাতে জ্বালানি সরবরাহের বিষয়টি উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। আরও বলেন, যত বেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাবে, তত বেশি আয় করা সম্ভব হবে। হাতিরঝিল, বিমানবন্দর ও খোলা জায়গায় সৌর বিদ্যুৎ প্যানেল করা যেতে পারে। এসব কারণে স্মার্ট গ্রিডের গুরুত্ব অনেক। তবে এর আগে নিজেদের কর্মীদের নিবিড় প্রশিক্ষণ দেয়া দরকার। বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

/এমএন

Exit mobile version