Site icon Jamuna Television

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট: ফিল্ডিংয়ে বাংলাদেশ

পচেফস্ট্রমে আজ দুপুর দু’টায় শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। বাউন্সি উইকেটের ফায়দা নিতে দলে আছে ৩ পেসার। এদিকে টাইগারদের বিপক্ষে এই টেস্ট দিয়েই নিজেদের নতুন শুরু চান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

প্রস্তুতি ম্যাচে বেননির উইকেটে তেমন কোন বাউন্স না থাকলেও, পচেফস্ট্রমের প্র্যাকটিস গ্রাউন্ডেই কোমড় ছাড়িয়েছে বলের উচ্চতা। তাই এই কন্ডিশনে একাদশে ৩ পেসার খেলানোর চিন্তা করেছে টিম ম্যানেজম্যান্ট। ১৫ বছর পর আবারো পচেফস্ট্রমে ফিরেছে বাংলাদেশ দল। এই মাঠে একমাত্র টেস্টটি খেলেছিল বাংলাদেশই। সুস্থ হয়ে উঠেছেন দলের দুই ওপেনার তামিম-সৌম্য।

অন্যদিকে সবশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ধুঁকতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ইনজুরির কারণে এবার প্রোটিয়ারা পাচ্ছে না দুই তারকা পেসার ডেল স্টেইন আর ভারনন ফিলান্ডারের সার্ভিস।

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version