Site icon Jamuna Television

কাজী সালাহউদ্দিনের ২য় সেরার পুরস্কার ফিরিয়ে দেয়া নিয়ে বিএসপিএ’র বক্তব্য

জমকালো এক আয়োজনে দেশের শীর্ষ ক্রীড়াবিদদের পুরস্কৃত করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সেরা ১০ জনের মধ্যে ২য় সেরার পুরস্কার দেয়া হয়েছিল সাবেক ফুটবলার কাজী সালাহউদ্দিনকে। কিন্তু পুরস্কার নেবার একদিন পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিএসপিকে জানানো হয়, এই পুরস্কার বাফুফে প্রত্যাখ্যান করছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রহসনের পুরস্কার শব্দটি।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এই পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে নিজেদের বিবৃতি দিয়েছে। যেখানে কাজী সালাহউদ্দিনকে সম্মান জানানোই ছিল মূল উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটি সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। পাশাপাশি এখানে ফুটবলার কাজী সালাহউদ্দিনকে সম্মানিত করা হয়েছে, বাফুফে কিংবা ফেডারেশনের প্রেসিডেন্টকে নয় বলেও পরিষ্কার জানিয়েছে বিএসপিএ।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আরও জানিয়েছে, আধুনিক, সুন্দর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশের ক্রীড়া ইতিহাসের সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করা হয়। বাফুফের পুরস্কার প্রত্যাখ্যান অন্যদের অসম্মানিত করেছে বলেও জানান বিএসপিএ’র সাধারণ সম্পাদক।

ইউএইচ/

Exit mobile version