Site icon Jamuna Television

রংপুর জেলা ও মহানগর আ. লীগের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা

ডা. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং আবুল কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করে রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর রংপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে এবং অধ্যাপক মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী জামানত হারানোয় জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেয়া হয়। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে এক লাখ ২৪ হাজার ৫৫৯ ভোটের ব্যবধানে হারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি নির্বাচনে চতুর্থ হন এবং জামানত হারান।

/এমএন

Exit mobile version