Site icon Jamuna Television

তৃতীয়দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা ডি সিলভা

তৃতীয়দফায় ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন বামপন্থি নেতা লুলা ডি সিলভা। প্রথম ভাষণেই দেশ পুনর্গঠনের অঙ্গিকার দিলেন তিনি। রোববার (১ জানুয়ারি) কংগ্রেসের সামনে ছিলো শপথগ্রহণের আয়োজন। খবর এএফপির।

পূর্বসূরীর দেশত্যাগের ঘটনায় কঠোর নিন্দা জানান তিনি। বলেন, বিগত সরকার খাদের কিনারায় ঠেলে দিয়েছিলো ব্রাজিলকে। সেই অবস্থান থেকে দেশকে উন্নয়নের পথে টেনে তুলতে হবে।

তিনি আরও বলেন, তার মেয়াদে তিনি দরিদ্র ব্রাজিলিয়ানদের জীবনের উন্নতি এবং লিঙ্গ সমতা নিয়ে কাজ করবেন। এছাড়া আমাজন রেইনফরেস্টকে ধ্বংসের হাত থেকেও বাঁচানোর কথা বলেন তিনি।

হাজার-হাজার কর্মী-সমর্থক আসেন নেতার অভিষেক অনুষ্ঠানে। তাছাড়া দেশের বিখ্যাত শিল্পিরা উপস্থাপন করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

এটিএম/

Exit mobile version