Site icon Jamuna Television

লিবিয়ায় গণকবরের সন্ধান, ১৮টি দেহাবশেষ উদ্ধার

লিবিয়ার সির্তে শহরে মিললো গণকবরের সন্ধান। রোববার (১ জানুয়ারি) ১৮টি দেহাবশেষ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে তারা জানায়, সাবাহ্ এলাকায় মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসে মানুষের দেহাবশেষ। স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে সেগুলো। হাড় এবং কাপড়ের টুকরো থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাতে পরিচয় শনাক্তের পাশাপাশি জানা যাবে কীভাবে হয়েছে তাদের মৃত্যু।

২০১৫ সালে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখলে নেয় জঙ্গি সংগঠন আইএস। মার্কিন অভিযানের আগপর্যন্ত সির্তে তাদের শক্ত ঘাঁটি ছিলো। ধারণা করা হয় সেসময়ই বহু মানুষকে হত্যার পর মাটিতে পুঁতে ফেলে জঙ্গিরা।

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফির মৃত্যুর পর বিভক্ত হয়ে পড়ে দেশটির প্রশাসন। সিরতে এখন দেশটির পূর্বের বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত।

এটিএম/

Exit mobile version