Site icon Jamuna Television

উগ্র মতাদর্শ নিয়ে ঘর ছাড়ার অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৬

উগ্র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ঘর ছাড়ার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা আল কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত হয়। অনলাইনে বিভিন্ন উগ্র ভিডিওচিত্র অনুসরণের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচয় হয় তাদের। পরে সৌদি প্রবাসী আব্দুর রব নামের একজনের প্ররোচনা ও ইন্ধনে সবাই ঘর থেকে বেরিয়ে যায়।

সিটিটিসির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘর থেকে বেরিয়ে বেশ কয়েকদিন কক্সবাজার ও টেকনাফ এলাকায় অবস্থান নিয়েছিল ওই ছয় ব্যক্তি। পরে ঢাকায় ফিরলে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পলাতক থাকা অবস্থায় তাদের বিভিন্ন স্থানে প্রশিক্ষণের পরিকল্পনা ছিল বলেও দাবি করেন কর্মকর্তারা।

এসজেড/

Exit mobile version