Site icon Jamuna Television

হিজরতের উদ্দেশে ঘর ছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর

হিজরতের নামে গৃহত্যাগী সেই ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। এ সময় সুপথে ফেরার পুরস্কার হিসেবে তাদের হাতে বই এবং ফুল তুলে দেয়া হয়। এর মাধ্যমে টানা ১১ দিন পর ফের সন্তানদের দেখতে পেলেন অভিভাবকরা।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর উত্তরায় র‍্যাবের সদর দপ্তরে ‘নব দিগন্তের পথে’ নামক অনুষ্ঠানের মাধ্যমে এসব তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহত্যাগী সন্তানদের পরিবারের সদস্যরাও।

এর আগে, গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের উদ্দেশে একযোগে ঘর ছাড়েন ওই ৯ তরুণ-তরুণী। তাদের কেউ দিয়েছেন দাখিল পরীক্ষা, কেউ আলীম। প্রত্যেকের বয়স ১৬ থেকে ২০ বছরের এর মধ্যে।

২৫ ডিসেম্বর তাদের উদ্ধার করা হয়। এরপর নিজেদের ভুল বুঝতে পারায় এসব তরুণ-তরুণীকে পারিবারের কাছে তুলে দেয়া হয়েছে। তাদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ২০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

এ নিয়ে র‍্যাবের মহাপরিচালক মুফতি মানসুর আহমাদ বলেন, জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা। ধর্মের অপব্যাখা রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসজেড/

Exit mobile version