Site icon Jamuna Television

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৬৫ টাকা

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। আজ থেকেই এ দাম কার্যকর হবে।

এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বেশ কয়েক মাস ধরেই দেশের বাজারে অস্থিরতার মধ্যে রয়েছে জ্বালানির দাম।

/এমএন

Exit mobile version