Site icon Jamuna Television

নতুন বছরে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ!

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দেখা মিলতে পারে মেসি-রোনালদো দ্বৈরথের। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবে মুখোমুখি হতে পারেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই দুই তারকা। কাতার বিশ্বকাপ এবং সম্প্রতি পারফরমেন্সের দিক বিবেচনা করলে মেসির ধারের কাছেও নেই রোনালদো। এরপরেও মেসি-রোনালদোর ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চকর সৃষ্টি করে।

এই ম্যাচের সম্ভাবনা তৈরি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেয়ায়। সৌদি আরবে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা লিওনেল মেসির ক্লাব পিএসজি’র। স্থানীয় আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের নিয়ে তৈরি করা একাদশের বিপক্ষে লড়বে ফরাসি ক্লাবটি। ফলে সেই একাদশে নিশ্চিতভাবেই থাকবেন সিআরসেভেন। এদিকে শুক্রবার আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই প্রীতি ম্যাচের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

/আরআইএম

Exit mobile version