Site icon Jamuna Television

‘আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে’

আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে। এমন মন্তব্য করেছেন শরীফুল রাজ। রোববার রাতে একটি দৈনিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শরীফুল রাজ বলেছেন, আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলবো। আর ওর এসব আমি আটকাবো না বা থামাবো না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।

ফেসবুকে পরীমণির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেছেন, মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হঠাৎ নিজের ফেসবুক আইডিতে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দেন পরীমণি। তার আগে রাত সাড়ে আটটায় সন্তান রাজ্যকে নিয়ে বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে যান তিনি। এরপর গতকাল রোববার আরও দুটি ফেসবুক পোস্ট করেন পরী। সর্বশেষ গতকাল বিকেলে দেয়া ফেসবুক স্ট্যাটাসে শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন পরীমণি।

ইউএইচ/

Exit mobile version