Site icon Jamuna Television

বগুড়ায় রঞ্জু হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫ জন আদালতে উপস্থিত ছিলেন।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় ক্যাবল অপারেটর ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া বাকি ৭ জন পলাতক রয়েছেন।

২০১২ সালের জুলাই মাসে বড় কুমিরা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় রঞ্জুকে। হত্যাকাণ্ডের দীর্ঘ দশ বছর পর মামলার রায় ঘোষণা করা হলেও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

তিনি জানান, রায়ে বিচারক ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। পলাতক আসামিরা গ্রেফতার হলে বা আত্মসমর্পণ করলে সেদিন থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।

এএআর/

Exit mobile version