Site icon Jamuna Television

হরমুজ প্রণালীতে নতুন সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালালো ইরান

হরমুজ প্রণালীতে নতুন সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি আত্মঘাতী হামলা করতে সক্ষম এসব ড্রোন। খবর বার্তা সংস্থা এপির।

আবাবিল-ফাইভ নামের এসব ড্রোন প্রায় ২৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব সামরিক ড্রোন নিয়ে বেশ কিছুদিন ধরেই পশ্চিমের সাথে উত্তেজনা চলছে ইরানের। তেহরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও মিসাইল সরবরাহের অভিযোগ ওঠে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানী সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। সমুদ্রে বাণিজ্য করা সমস্ত জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়।

ইউএইচ/

Exit mobile version