Site icon Jamuna Television

দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম জং উন

ফাইল ছবি

উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর রয়টার্সের।

রোববার (১ জানুয়ারি) এক বিবৃতিতে পিইংইয়ং জানায়, পাক জং চোন নামের ওই কর্মকর্তাকে পদচ্যুত করার নির্দেশ দিয়েছেন কিম। পদাধীকার বলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার পরই অবস্থান ছিলো পাক জং চোনের। সামরিক প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি ছিলেন পাক।

জানা গেছে, সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রাগার তৈরির ঘোষণার পরপরই পাক কে অপসারণের সিদ্ধান্ত নেন কিম জং উন। তবে, ঠিক কী কারণে তাকে পদচ্যুত করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পিয়ংইয়ং কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

/এসএইচ

Exit mobile version