Site icon Jamuna Television

পেলের শেষকৃত্য: প্রস্তুত এস্তাদিও আরবান কালদেইরা

এরপর এস্তাদিও আরবান কালদেইরায় আর আসবেন না ফুটবলের রাজা।

ফুটবল কিংবদন্তি পেলেকে শেষবারের মতো বরণ করে নিতে প্রস্তুত এস্তাদিও আরবান কালদেইরা। প্রিয় এ মাঠে এর আগে অসংখ্যবার এলেও পেলের এবারের আসা একেবারেই ভিন্ন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে শেষবারের মতো ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হতে পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে সেখানে।

জানা গেছে, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে মঙ্গলবার সকালে শুরু হবে পেলের শেষযাত্রা। সান্তোসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর সাও পাওলোর নেক্রোপোল অ্যাকুমেনিকাতে সমাধিস্থ করা হবে ফুটবলের রাজা পেলেকে।

ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে এরইমধ্যে ব্রাজিলে পৌঁছেছেন বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আসবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। শেষ শ্রদ্ধা জানাতে নেইমারও যাবেন সাও পাওলোতে।

/এসএইচ

Exit mobile version