Site icon Jamuna Television

ইউক্রেনের হামলায় রুশ সেনাবাহিনীর হতাহতের তথ্য নিশ্চিত করেছে মস্কো

দোনেৎস্কে নতুন বছরের শুরুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ৪০০ রুশ সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। সেনা সদস্যদের হতাহতের কথা স্বীকার করেছে মস্কোও। তবে তাদের দাবি নিহত রুশ সেনার সংখ্যা ৬৩ জন। খবর আল জাজিরার।

সোমবার (২ জানুয়ারি) সেনাসদস্যদের হতাহতের বিষয়টি প্রকাশ করে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, কিয়েভ সেনাদের হামলায় বিধ্বস্ত হয় রুশ ঘাঁটি। আহত হয় আরও ৩০০ সেনা। বিধ্বস্ত ভবনের ছবিও প্রকাশ করে তারা।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরুর পর, একদিনে রুশ সেনাদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা এটি। হতাহতের সংখ্যা নিশ্চিত না করলেও বড় ধরনের এ প্রাণহানির কথা স্বীকার করেছে দোনেৎস্কে মস্কো সমর্থিত কর্তৃপক্ষও।

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার মধ্যরাতে রুশ নিয়ন্ত্রণাধীন মাকিভকার সেনা ঘাঁটিতে অভিযান চালায় ইউক্রেন। যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। ছয়টি মিসাইল ছোড়া হয়। ক্রেমলিনের দাবি, এদের মধ্যে দু’টি ভূপাতিত করে রুশ বাহিনী।

এসজেড/

Exit mobile version