Site icon Jamuna Television

ইরানের রাষ্ট্রীয় রেভোল্যুশনারি গার্ডকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা দিচ্ছে যুক্তরাজ্য

বিক্ষোভের জেরে ইরানের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী ইরান’স রেভোল্যুশনারি গার্ডকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিতে চলেছে ব্রিটেন। কিছুদিনের মধ্যেই এ সংক্রান্ত ঘোষণা আসবে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। হিজাব বিরোধী আন্দোলনের জেরে ব্যাপক ধরপাকড় ও বিতর্কিত ভূমিকা রাখার অভিযোগে এ বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাজ্য।

রয়টার্সের প্রতিবেদন বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান রেভোল্যুশনারি গার্ডকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাজ্য। দেশটির নিরাপত্তামন্ত্রী টম টুগেনধাত এবং স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রাভারম্যানও বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় এ সশস্ত্র বাহিনীকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার অর্থ হলো, এখন থেকে এ বাহিনীর সকল কার্যক্রমই সন্ত্রাসী কার্যক্রম হিসেবে বিবেচিত হবে। দলটির কোনো আনুষ্ঠানিক বৈঠক বা লোগো জনসম্মুখে আনাকেও সন্ত্রাসী কার্যক্রমের আওতাভুক্ত করা হবে। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ইরানে হিজাব ইস্যুতে হওয়া বিক্ষোভে ব্রিটেনের সাথে গোপন সংযোগ থাকার সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেফতার করে ইরানের রেভল্যুশনারি গার্ড। এরই জেরে রাষ্ট্রীয় এ বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

এসজেড/

Exit mobile version