Site icon Jamuna Television

ভেনেজুয়েলাকে ব্ল্যাকমেইল করাই মার্কিন পররাষ্ট্রনীতি: নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলাকে ব্ল্যাকমেইল করাই ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক সাক্ষাৎকারে বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান। খবর রয়টার্সের।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি তা আসলে অর্থহীন। এমন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে মার্কিনীরা, যার আসলে অস্তিত্বই নেই। এটা আসলে কিছুই না, হোয়াইট হাউসের ব্ল্যাকমেইলের পদ্ধতি। বিষয়টি দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্রসহ সব দেশের প্রতিষ্ঠানকে ভেনেজুয়েলায় বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। কারণ, সবচেয়ে বেশি পেট্রোলের মজুদ আছে আমাদের।

/এমএন

Exit mobile version