
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এই অসামঞ্জস্য দূর করে ভাতা সম্মানজনক করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের সামনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দফতরের সেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, মুক্তিযোদ্ধাদের উত্তোরাধিকাররা যেন তাদের অবর্তমানে বিদ্যুৎ ও রেশন পান তার সুপারিশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। মুক্তিযোদ্ধাদের শতভাগ চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারের যত টাকাই খরচ হোক না কেন সেটা বহন করা হবে। তবে এই সুবিধা শুধমাত্র সরকারি হাসপাতালে পাওয়া যাবে।
মুক্তিযোদ্ধাদের জন্য স্মার্ট কার্ড, সকল মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার ও কবর বাধাইয়ের কাজ অব্যাহত থাকবে বলে জানান আ ক ম মোজাম্মেল হক। এর আগে, এদিন সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে র্যালি করেন মুক্তিযোদ্ধারা।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply