Site icon Jamuna Television

নতুন প্রেমে মজেছেন নেইমার!

নতুন প্রেমে মজেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবার স্বদেশী জেসিকা তুরিনির সঙ্গে রোমান্সে মেতেছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। তবে এখনো সম্পর্কের ব্যাপারে নেইমারের আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

গণমাধ্যমের তথ্য মতে, জেসিকা তুরিনি একজন মডেল ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার। সেইসাথে পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত তিনি। ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা জেসিকা নেইমারের সমর্থনে হাজির ছিলেন কাতার বিশ্বকাপে। মাঠে বসে দেখেছেন প্রেমিকের খেলা।

সবশেষ নেইমারের দাওয়াতে হাজির হন প্যারিসে। সেখানে দু’জন একসঙ্গে নববর্ষ উদযাপন করেন। এরআগেও বহু নারীর আগমন ঘটেছে নেইমারের জীবনে।

ইউএইচ/

Exit mobile version