Site icon Jamuna Television

লিভারপুলকে হারিয়ে চমক দেখালো ব্রেন্টফোর্ড

৩৫ বছর পর লিভারপুলকে হারিয়ে চমক দেখিয়েছে ব্রেন্টফোর্ড। নিজেদের মাঠে অলরেডদের ৩-১ গোলে হারিয়েছে তারা।

আত্মঘাতী গোলে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। লিড পাওয়া ব্রেন্টফোর্ড আরও চেপে বসে অলরেডদের ওপর। ব্যস্ত সময় কাটাতে হয় য়্যুর্গান ক্লপের দলের রক্ষণভাগকে।

৪২ মিনিটে ইওয়ানে উইচ্চার গোলে লিড দ্বিগুণ করে নেয় ব্রেন্টফোর্ড। বিরতি থেকে ফিরে লিভারপুলের ব্যবধান কমান অ্যালেক্সেন্ডার ডেভিড। অবশ্য ম্যাচের ৮৪ মিনিটে ব্রায়ান এমবেমু গোল করলে ৩-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রেন্টফোর্ডের। এর মধ্যে দিয়ে টানা চার জয়ের পর হার দেখলো লিভারপুল।

ইউএইচ/

Exit mobile version