Site icon Jamuna Television

জবির ম্যানেজমেন্ট পরিবারের ২য় পুনর্মিলনী ৩ ফেব্রুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন করতে লগ-ইন করুন: www.aams-jnu.org এই ঠিকানায়।

সংগঠনটি জানায়, এই পুনর্মিলনী অনুষ্ঠানে মোট নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা হবে ২ হাজার ৫০০ জন। অনুষ্ঠানে মোট সাধারণ অংশগ্রহণকারী সংখ্যা হবে ১৬ হাজার। অনুষ্ঠানে স্বনামধন্য টিভি, রেডিও ও সংবাদপত্র মিডিয়া পার্টনার হিসেবে থাকবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক শিল্পীরা অংশ নেবেন। বর্ণাঢ্য র‌্যালিও বের করা হবে। এছাড়া বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমের অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলা হবে।

Exit mobile version