Site icon Jamuna Television

বাম ঐক্য ও বিএনপির লিঁয়াজো কমিটির মধ্যে সংলাপ অনুষ্ঠিত

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপির লিঁয়াজো কমিটির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এই সংলাপে গণতান্ত্রিক বাম ঐক্যের ৪টি দলের নেতারা যোগ দেন। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

সংলাপ শেষে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামী দিনে বিএনপির আন্দোলনে বাম ঐক্য রাজপথে থাকবে।

এদিকে, বরকত উল্লাহ বুলু জানান, সরকার পতনের পর জাতীয় সরকার গঠন হলে বিএনপির রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে জাতির সামনে জাতীয় সনদ উপস্থাপন করা হবে।

/এমএন

Exit mobile version