Site icon Jamuna Television

বিমান বাংলাদেশের সেবা আরও স্মার্ট করার ঘোষণা

ফাইল ছবি

স্মার্ট বাংলাদেশের সাথে সাথে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকেও যাত্রী সেবার মানের দিক থেকে আরও বেশি স্মার্ট হওয়ার নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে বছরের শুরু থেকে নতুন করে উদ্যোগ নিয়েছে বিমান।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গণে বিমানকে আরও আধুনিক মডেল হিসেবে পরিচিত করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। ২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০ এয়ারলাইন্সের তালিকায় নাম উঠানোর লক্ষ্যে নতুন বছরে কর্মীরা নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেছে।

/এমএন

Exit mobile version