Site icon Jamuna Television

আল-আকসায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী, ছড়াতে পারে সহিংসতা

আল-আকসা প্রাঙ্গনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির। (টুইটার থেকে নেয়া ছবি)

ফিলিস্তিনিদের তীব্র নিন্দা-সমালোচনা ও আপত্তিকে উপেক্ষা করেই পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে সফর করলেন, ইসরায়েলের কট্টর ডানপন্থি প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির। খবর বিবিসির।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মসজিদ এলাকা অতিক্রম করেন ইতেমার বেন গাভির। প্রার্থনা করেন ওয়েস্টার্ন ওয়ালের কাছে। এ সময়, তার সাথে ছিলেন ইহুদি ধর্মগুরুরা।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই সফরকে ‘নজিরবিহীন উসকানি’ হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনিরা। তাদের দাবি, রেডলাইন অতিক্রম করছে নতুন ইহুদি প্রশাসন; যার পরিণতি খুব একটা ভালো হবে না।

অন্যদিকে, পরিদর্শন শেষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেন গাভির এক টুইটবার্তায় লেখেন, হামাসের হুমকির সামনে মাথানত করবে না নতুন কট্টর ডানপন্থি সরকার। তাদের বোঝা উচিৎ- সময় পাল্টেছে।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্র অনুসারে, আল-আকসা ঘিরে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় সেখানে সহিংসতা ছড়াতে পারে বলেও আশঙ্কা তাদের।

/এসএইচ

Exit mobile version