Site icon Jamuna Television

বিপিএল মাতাতে আসছেন ডেভিড মালান

ইংলিশ তারকা ক্রিকেটার ডেভিড মালান।

বিপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলতে ঢাকায় আসছেন তারকা ক্রিকেটার ডেভিড মালান। কুমিল্লার হয়ে মাঠে নামতে দেখা যাবে এ ইংলিশ ব্যাটারকে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মালান ঢাকায় আসবেন বলে জানা গেছে।

মালান আগে থেকেই চুক্তিবদ্ধ দুবাইয়ের আইএল টি-টোয়েন্টি লিগে। এবার বিপিএলে তার খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। দুবাইয়ের আসর শুরুর এখনও দেরি থাকায় তাকে পেয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমীকরণ মিললে আসরের শেষ দিকেও খেলতে আসার সম্ভাবনা রয়েছে মালানের।

/এসএইচ

Exit mobile version