Site icon Jamuna Television

এবারের বিপিএলে খেলছেন না ক্রিস গেইল

ক্যরিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

বিপিএলের নবম আসরে খেলা হবে না ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইলের। বিপিএলের ৯ম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিলো তার।

ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, ফিটনেস সংক্রান্ত জটিলতার কারণে খেলতে আসছেন না ক্রিস গেইল। গত প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন এ ক্যারিবিয়ান দানব। বিপিএলের সর্বশেষ আসরেও ফরচুন বরিশালের জার্সিতে খেলেছিলেন গেইল। তবে, এবার তার সার্ভিস মিস করতে যাচ্ছে দলটি।

তবে, গেইল না এলেও নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দেবেন তার স্বদেশি রাকিম কর্নওয়েল। সাকিব আল হাসানের নেতৃত্বে দলটির অন্য ক্রিকেটাররা হলেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এবাদত হোসেন ও এনামুল হক বিজয়।

/এসএইচ

Exit mobile version