Site icon Jamuna Television

দুয়ারে কড়া নাড়ছে বিপিএল, মিরপুরে অনুশীলনে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো

মিরপুর একাডেমি মাঠে অনুশীলনরত ক্রিকেটাররা।

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর। এ উপলক্ষে খেলোয়াড়দের অনুশীলনে সরগরম এখন মিরপুরের একাডেমি মাঠ। ঢাকা দল নিয়ে আশাবাদী লঙ্কান কোচ চামিন্দা ভাস। পেসার কামরুল রাব্বি ও স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন কন্ডিশন বিবেচনায় বাড়তি প্রস্তুতির কথা।

ফুল ফুটুক বা না ফুটুক, বসন্ত যেমন ঠিকই চলে আসে; তেমনি গায়ে দলের প্র্যাক্টিস কিট উঠুক বা না উঠুক, দুদিন পর ঠিকই শুরু হচ্ছে বিপিএল। তাই প্র্যাকটিসটা অন্তত চালিয়ে যাওয়ার চেষ্টা ফ্রাঞ্চাইজিগুলোর। শীতের সকালে মিরপুরের একাডেমি মাঠ গরম করতে এজন্য হাজির হয়েছিলেন সাইফুদ্দিন-ইয়াসির রাব্বিরা। কিছুক্ষণ পর আয়েশি ভঙ্গিমায় যুক্ত হলেন খুলনা টাইগার্সের ক্যাপ্টেন তামিম ইকবাল আর হেড কোচ খালেদ মাহমুদ সুজন।

পাশেই অবশ্য ঢাকা ডমিনেটর্সের প্র্যাকটিসে কিছুটা গোছালো ভাব। মুক্তার আলীদের সাথে পাকিস্তানি পেসার সালমান এরশাদকে দেখা গেলো বেশ সিরিয়াসলিই গা গরম করতে। সৌম্য-নাসিরও নিজেদের ঝাঁলিয়ে নিয়েছেন আঁটসাঁট বেঁধে। নিজে বল থ্রো করার পাশাপাশি সবার উপর নজর রাখছিলেন প্রথমবার কোনো বিদেশি লিগে হেড কোচের দায়িত্ব পালন করতে আসা সাবেক শ্রীলংকান পেসার চামিন্দা ভাস। প্র্যাকটিস শেষে চামিন্দা জানালেন দল নিয়ে তার আশার কথা।

প্রস্ততি সম্পর্কে গণমাধ্যমকে জানালেন ঢাকা ডমিনেটর্সের হেড কোচ চামিন্দা ভাস।

ঢাকা ডমিনেটর্সের হেড কোচ চামিন্দা ভাস বলেন, আমি খুব এক্সাইটেড। প্রথম দিনের প্রস্তুতি ভালো হয়েছে। ছেলেরা মাঠে নামতে উন্মুখ হয়ে আছে। সৌম্য-তাসকিনের পাশাপাশি আমাদের দলে আরও মানসম্পন্ন বেশ কিছু খেলোয়াড় আছে। শরিফুলও দারুণ বল করছে। আমরা টুর্নামেন্টের জন্য প্রস্তুত।

ঢাকা-খুলনার পর প্র্যাকটিস শিডিউলটা ছিলো চট্টগ্রাম আর বরিশালের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সহজে চেনা গেলেও বাকি দলটা যে ফরচুন বরিশাল, সেটা নিশ্চিত হতে খুঁজতে হলো মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদি মিরাজকে।

অন্যান্য বারের চেয়ে এবারের শীতটা যেন একটু বেশিই জেঁকে বসেছে। কন্ডিশনের কথা মাথায় রেখে অনুশীলনে বাড়তি কি করা হচ্ছে? ডিউ ফ্যাক্টর বিবেচনায় টসটাও ভাইটাল রোলপ্লে করতে পারে কি না? প্রশ্ন করা হয়েছিলো বরিশালের পেসার কামরুল রাব্বিকে।

কামরুল রাব্বি বলেন, টস অবশ্যই একটা ভাইটাল ব্যাপার। আমরা ভেজা বল নিয়েও প্র্যাকটিস শুরু করেছি, যেন বল একটু ভিজলেও আমরা কাটার বা ইয়র্কার মারতে পারি।

ফরচুন বরিশালের পেসার কামরুল রাব্বি জানালেন তার প্রস্ততির কথা।

বরাবরের মতো এবারের বিপিএলেরও বেশিরভাগ ম্যাচ হবে মিরপুরেই। ফরম্যাটটা টি-টোয়েন্টি হলেও সেখানে স্পিনারদের দাপট আগে থেকেই কিছুটা অনুমেয়। সারাবছর লাল বলের ক্রিকেটে ব্যস্ত থাকা চট্টগ্রামের স্পিনার তাইজুল ইসলাম সাদা বলের ছোট্ট সংস্করণে কিভাবে মানিয়ে নিচ্ছেন নিজেকে?

জানতে চাইলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পিনার তাইজুল ইসলাম বলেন, এমন না যে এটাতে কম চ্যালেঞ্জ বা অন্য ফরমেটে বেশি চ্যালেঞ্জ। কিন্তু, এটা সত্যি যে আপনি যখন একটা ফরমেট বেশি খেলবেন তখন অন্যটিতে মানিয়ে নেয়াটা একটু কঠিনই হয়। তবে, এমন অবস্থায়ও ভাল করতে হলে খেলোয়াড়দের অবশ্যই যেকোনো ফরমেটে মানিয়ে নেয়ার সক্ষমতা থাকা উচিৎ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়রত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্পিনার তাইজুল ইসলাম।

প্রস্তুতি যেমনই হোক ৬ জানুয়ারি মাঠে গড়াচ্ছে ৭ দলের বিপিএল। ঢাকার পর চট্টগ্রাম-সিলেট ঘুরে আবারো ঢাকায় ফিরে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের আসর।

/এসএইচ

Exit mobile version